
দেশবাংলার সৈন্যরা ফের
পড়লো দেখো ঝাপিয়ে,
সত্য খবর করছে জোগাড়
গ্রামবাংলা দাপিয়ে।
এন্ট্রিসোশ্যাল মুখোশধারী
সটকে পড়ে লাফিয়ে,
সেসব খবর দেশবাংলা
দলিল করে ছাপিয়ে।
ভূমিদস্যূ ব্যাংক লুটেরার
ভিত দিলো আজ কাঁপিয়ে,
দেশবাংলার তাড়া খেয়ে
হাত-পা নুলো হাঁপিয়ে।
— সজীব আকবর।