
সেন্ট্রাল ডেস্কঃ
সারাদেশে চলমান তাপপ্রবাহ আরও কমেছে। সেই সাথে কমেছে গরমের তীব্রতা। আজ (মঙ্গলবার) সকালেও রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে বৃষ্টি হয়েছে।
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে। এর প্রভাবে সারাদেশে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আগামী দুইদিনে বৃষ্টিপাতের এই প্রবণতা বৃদ্ধি পাবে। এছাড়া রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, নীরফামারী ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।