
আশীষ দাশ গুপ্ত, হাওরাঞ্চল প্রতিনিধিঃ
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজারে গতকাল সোমবার প্রিয়া সাউন্ড সিস্টেম নামক দোকানে সাগর দাস নামে এক কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে ৷ মৃত্যুর পর পর দোকান মালিক পশ্চিম বুল্লা গ্রামের মৃত মদন মিয়ার ছেলে রিপন মিয়া পালিয়ে গেছে বলে জানান স্থানীয়রা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃস্টি হয়েছে। মৃত সাগর দাস লাখাই উপজেলার স্বজনগ্রামের সেন্টু দাসের পুত্র।
বুল্লা বাজারের ব্যবসায়ীরা জানান, সাগর দাস প্রিয়া সাউন্ড সিস্টেম দোকানে দীর্ঘদিন ধরে কর্মচারী হিসেবে কাজ করছে। গতকাল সোমবার ১৮ জুলাই দোকানে কাজ করার সময় দোকানের গ্লাস ভেঙ্গে সাগরের শরীরের বিভিন্ন অংশে ঢুকে যায়৷ পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে মৃতব্যাক্তির পরিবার বলছেন গ্লাস ভেঙে তার শরীরের আঘাত হলে পায়ে আঘাত থাকতো কিন্তু মৃত সাগরে কোমরে নিচে কোন আঘাত নেই। কমরের উপরে আঘাত বুকে একটি বড় আঘাত, ধারনা করা হচ্ছে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে।
লাখাই থানার ওসি মোঃ সাইদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে, অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।