
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জ্ঞানালোক ক্যাডেট একাডেমি পেশকারগাঁও এর আলোচনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার (১১ মার্চ) সকালে অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোগলা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা ইউপি সাবেক চেয়ারম্যান শাহজান মাষ্টার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আহম্মদ আলী আপন। প্রধান আলোচক বোগলা ইউপি সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েলসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবক বৃন্দ, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, কেরাত, দেশাত্মবোধক গান, দৌড় প্রতিযোগিতা, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।