
জেলা প্রতিনিধি, গাইবান্ধা:
গাইবান্ধার জেলা রেল ষ্টেশন থেকে ১২কিলোমিটার দূরে বাদিয়াখালী রেল ষ্টেশনে আন্তঃনগর দোলনচাপা ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন
কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার দুপুরে বাদিয়াখালী রেল ষ্টেশনে এলাকাবাসি, মানবাধিকার সংরক্ষণ পরিষদ, সামাজিক সংগ্রাম পরিষদ, কৃষিপণ্য উৎপাদক এ্যাসোসিয়াশনসহ বিভিন্ন
সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবীর তনু, মানবাধিকার সংরক্ষণ পরিষদ বাদিয়াখালীর সভাপতি কাজী আব্দুল খালেক, বিশিষ্ঠ ব্যবসায়ী ফুল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, বাদিয়াখালী রেল ষ্টেশনটি দীর্ঘ দিনের পুরাতন। এই ষ্টেশনে আন্তঃনগর ট্রেনের কোন বিরতী নাই। ফলে বাদিয়াকালী এলাকাসহ আশেপাশের বেশ
কিছু এলাকার মানুষ গাইবান্ধা জেলা শহরসহ রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, বগুড়া, সান্তাহার, লালমনিরহাটে যাতায়োতের কষ্টসাধ্য হয়ে পড়েছে। এছাড়াও এই এলাকা থেকে মহাসড়কের দুরত্বও প্রায় ২৫ কিলোমিটার। তাই এলাকাবাসির সুবিধার্থে বাদিয়াখালী রেল ষ্টেশনে আন্তঃনগর দোলনচাপা ট্রেন যাত্রা বিরতির জোর দাবি জানান।