
ইয়ামিন হোসেন।
ভোলার দৌলতখানের ৫নং দক্ষিণ জয়নগর ইউনিয়নে আদালতের রায় পেয়ে জমিতে ঘর উত্তোলন করতে যাওয়ায় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় নারীসহ ৪জন আহত হয়েছে।আহতদের পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১২মে) সকালে পশ্চিম জয়নগর ১নং ওয়ার্ডের মিয়াদ্দী বাড়ীতে এই ঘটনা ঘটে।হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, আমাদের সাথে মতিউর রহমান গংদের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। আমাদের বিরুদ্ধে মতিউর রহমান একটি মামলা করেছে সেই মামলায় আমরা রায় পেয়ে জমিতে ঘর উত্তোলন করতে গিয়েছি। ঘর উত্তোলন করার সময় হঠাৎ মতিন, হাবিব, ফজলু, বজলু ও আরিফসহ একটি গ্রুপ অর্তকিত হামলা চালায়। এতে ইসমাইল, নুরুউদ্দিন, রাসেল, হাসিনা ও নার্গিস আহত হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ইসমাইল জানান, মতিউর রহমান ক্ষমতার প্রভাবে আমাদের ঘরের সামনে বাশ দিয়ে আটকিয়ে দিসে। আমাদের মহিলারা বাধা দেওয়ায় তাদের মারধর করেছে মতিউরগংরা।
আহত রাসেল বলেন, আমার চাচাতো ভাই ফোনে বলেছে তাদের মারধর করেছে। এই খবর পেয়ে আমি ৯৯৯ ফোন করলে পুলিশ আসে। পুলিশের সামনেও তারা আমাদের মারধর করেছে।
নার্গিস বেগম বলেন, আদালতের রায় পেয়ে জমিতে ঘর উত্তোলন করতে গিয়েছি সেখানেও মারধর করেছে আবার ঘরের সামনে বাশ দিয়ে আটকিয়ে দিসে মতিনগংরা সেটা বাধা কেনো দিলাম তাই পুলিশের সামনেই মারধর করেছে।
এদিকে মতিউর রহমান গংদের দাবী তাদের দুইজন আহত হয়েছে। তবে ভোলা সদর হাসপাতালে মহিলা সার্জারী ওয়ার্ডে গিয়ে দেখা যায় এক বেডে তিনজন বসে গল্প করছে, তাদের রোগী কে জানতে চাইলে। তিনজন মহিলাই চুপ হয়ে যান। কিছুক্ষণ পর অভিযুক্ত হাবিবসহ দুইজন এসে উত্তেজিত হয়ে বলেন। আপনারা কেনো এসেছেন? মহিলাদের ডিস্টার্ব করেন কেনো? হাসপাতালে কার অনুমতি নিয়ে আসছেন? তবে ঘটনার বিষয়ে বারবার জানতে চাইলেও সে এড়িয়ে গিয়ে হুমকি দামকি দিতে থাকেন। তবে উত্তেজিত হাবিব নিজেকে বাংলাবাজার কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) এর ট্রেইনার হিসেবে পরিচয় দিয়েছেন। বাংলাবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ রইস উদ্দিন বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা তবে বিষয়টি খতিয়ে দেখবো।
এ বিষয়ে বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই ইমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি।
দৌলতখান থানার ওসি জাকির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে তবে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।