
স্পোর্টস ডেস্কঃ
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টি ছিল ভিলেন, দ্বিতীয় ম্যাচে বিরাট জাদুতে ঝলমলিয়ে উঠল মোহালির ২২ গজ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়ে চলতি টি-টোয়েন্টি সিরিজে জয়রথের সূচনা করল ভারত। ধরমশালায় হতাশ হয়েছিল ভারতীয় সমর্থকরা মোহালি সেই হতাশা ঢেকে দিল রং, রূপ, রসে। ২২ গজে ফের একবার ঝলসে উঠল বিরাটের ব্যাট।
এ দিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট। ওপেনার রিজা হেনড্রিক্স ৬ রান করে আউট হলেও অধিনায়ক কুইন্টন ডি’কক ও বাভুমা পার্টনারশিপ গড়েন। ভালো গতিতেই রান তুলতে থাকতেন তাঁরা। অধিনায়ক হিসেবে নিজের প্রথম টি ২০ ম্যাচেই হাফসেঞ্চুরি করেন ডি’কক। কিন্তু তারপরেই নবদীপ সাইনির বলে দুরন্ত ক্যাচে তাঁকে প্যাভিলিয়নে ফেরান বিরাট। বাভুমা জুটি হারালেও ছন্দ ভোলেননি। তবে ৪৯ রানের মাথায় আউট হয়ে তিনি প্যাভিলিয়নে ফিরতেই দক্ষিণ আফ্রিকার আকাশ ঢাকে কালো মেঘে। রানের গতি দেখতে দেখতে কমে যায়, এককথায় হার্দিক পাণ্ডিয়া ও দীপক ছাহারের বলের সামনে কুঁকড়ে যায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ। একের পর এক উইকেটের পতনে পাঁচ উইকেট খুইয়ে প্রোটিয়ারা ১৪৯ রানে গুটিয়ে যায়।
অনেক দিন পর অধিনায়ক বিরাট কোহলিকে ঝলসে উঠতে দেখে খুশি ভারত ও ক্রিকেট অনুরাগীরা। সাত উইকেটেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বিরাট কোহলির ভারত।