
গাজীপুর থেকে সংবাদদাতাঃ
গাজীপুরে ডাকাতি করতে গিয়ে পোশাক কর্মীকে গভীর জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার সময় গণপিটুনিতে রাকিব হোসেন (২৭) নামে এক যুবক সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ জুলাই) রাত ১২টা ২০ মিনিটের দিকে জয়দেবপুর থানার হালডোবা এলাকায় এ ঘটনা ঘটে। রাকিব হোসেন জয়দেবপুর থানার রুদ্রপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, শুক্রবার রাতে দুজন পোশাক কর্মীকে ডাকাতির উদ্দেশে আটক করা হয়। এ সময় পুরুষকর্মীকে মারধর করে তার সঙ্গে থাকা নারীকে ধর্ষণের উদ্দেশে জঙ্গলে নিয়ে যায় অভিযুক্ত রাকিব। পরে পুরুষকর্মীদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এবং পুলিশ তাদের খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাকিবকে ধরে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে স্থানীয়দের গণধোলাইয়ে আহত রাকিবকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, রাকিবের বিরুদ্ধে আগেও ধর্ষণ এবং ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।