

ধামরাই, ঢাকা প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ জুলাই) উপজেলার চৌহাট গ্রামের কলেজ মাঠে বিকেল ৪টায় অত্র গ্রামের বিবাহিত বনাম অবিবাহিত ছেলেদের মাঝে খেলাটি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিসমিল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু সাঈদ বাদল, সাইদুর রহমান দুদু ও বালিয়া ওয়াদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রাজন আহমেদ সহ আরো অনেকে। সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ হারুন সিকদার। ধারা ভাষ্যে ছিলেন গ্ৰাম বাংলার সাধারণ কৃষক আকবর হোসেন। খেলায় অবিবাহিতরা ২-০ গোলে জয়লাভ করে।
ফুটবল খেলা শেষে আকর্ষণীয় খেলা ধীরগতিতে মোটরসাইকেল চালানো অনুষ্ঠিত হয়।