
আসাম প্রতিনিধিঃ সুজন চক্রবর্তীঃ
ভারতের আসাম রাজ্যের ধোয়ারবন্দ- হাইলাকান্দি পূর্ত সড়কের বাগবাহা বাগানের সামনের অংশ যানবাহন ও মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন অতিগুরুত্বপূর্ন এই বহু গাড়ি ফেসে গিয়ে যানজটের সৃষ্টি করছে। একই অবস্থা একই সড়কের বড়জালেঙ্গা অংশেও রয়েছে। রাজ্যের কেবিটে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের বিধানসভা কেন্দ্রের জনগন চরম দুর্ভোগের শিকার হলেও মন্ত্রীর নীরবতায় জনগনের মনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এই সড়ক দিয়ে প্রতিদিন বহু মুমূর্ষ রোগীকে মেডিক্যাল কলেজে নিয়ে আসতে হয়। ফলে এই সড়কের যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের দাবিতে সরব হয়েছে এসইউসিআই( কমিউনিস্ট ) দলের ধোয়ারবন্দ আঞ্চলিক কমিটি। কমিটির সম্পাদক মাধব ঘোষ সহ পরিতোষ ভট্টাচার্য, গৌরিশ দেব প্রমূখ বলেন, পূর্ত বিভাগের পক্ষ থেকে এই সড়ক দ্রুত মেরামত না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই দলের পক্ষ থেকে দ্রুত সড়কটি মেরামতের দাবি সংশ্লিষ্ট বিভাগের নিবার্হী বাস্তকারের কাছে জানানো হয়