
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই দুর্দান্ত সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান। ব্যাট-বল হাতে ধারাবাহিক পারফরম্যান্স উপহার দিচ্ছেন তিনি। একই সঙ্গে গড়ছেন নিত্য নতুন রেকর্ড।
এবার সে ধারাবাহিকতায় নতুন আরেকটি মাইলফলক স্পর্শ করলেন সাকিব। এক দিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেটে ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন এ টাইগার অলরাউন্ডার।
শনিবার সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এ ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমে ২৪ রান সংগ্রহ করার মাধ্যমে ওয়ানডেতে ৭ হাজারের ক্লাবে পা রাখেন সাকিব।
৭ রানের ক্লাবে প্রবেশ করতে ২১৬ ইনিংস খেলতে হয়েছে সাকিবকে। ওয়ানডেতে সাকিবের বর্তমান রান ৭ হাজার।
এদিকে একই মালফলকের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। ওয়ানডে ক্যারিয়ারে আর ৯৯ করলেই ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন তিনিও।
এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে এ কীর্তি গড়েছিলেন তামিম ইকবাল। বর্তমানে তার সংগ্রহ ৮ হাজার ১৪৩ রান।