
এম. কামাল উদ্দিন, পার্বত্য ব্যুরো প্রধানঃ
বাঘাইছড়ি পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করা হয়েছে। রবিবার বিকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন বাঘাইছড়ি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের আনুষ্ঠানে ভাবে শপথ বাক্য পাঠ করার। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নবনির্বাচিত মেয়র মোঃ জমির হোসেন ও নয় ওয়ার্ডের কাউন্সিলর পুরুষ ও মহিলা সবাই শপথ গ্রহন অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
এ সময় বিভাগীয় কমিশনার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, আপনার দায়িত্ব ভার গ্রহনের পর জনগণের অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন। সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে দুনীতি মুক্ত হয়ে কাজ করার পরামর্শ দেন। পৌরসভার সকল কার্যক্রম হক হালাল ভাবে পরিচালনা করার আহবান জানান।
পরে কমিশনার প্রথমে মেয়রকে পরে কাউন্সিলরদের ফুল দিয়ে বরন করে নেন। উল্লেখ্য যে, গত ১৫ জুন ২০২২ ইং তারিখে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।