সম্পর্কিতপোস্ট


মিজানুর রহমান, কুতুবদিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের কুতুবদিয়া স্বামীর সাথে ঝগড়া করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে জান্নাতুল মাওয়া নামের এক নববধূ। শনিবার (৯ জুলাই) উত্তর ধুরুং নজির বাপের পাড়ায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তর ধুরুং নজির বাপের পাড়ার আব্দুল গফুরের ছেলে মৎস্য শ্রমিক ইসমাঈল মাস তিনেক আগে বাঁশখালী টইটং গ্রামের মাওয়াকে করে বিয় হয়। গতকাল মেয়ের বাপের বাড়ি থেকে রেওয়াজ অনুযায়ী কুরবানি করতে ছাগল পাঠিয়েছে তার কাছে। সাগর থেকে শুক্রবার মাছ ধরে বাড়িতে আসার পর ইসমাঈল ও জানন্নাতুল মাওয়ার মাঝে কোন এক বিষয়ে হালকা ঝগড়া হয়। এক পর্যায়ে শনিবার সন্ধ্যায় সবজি ক্ষেতের জন্য বাড়িতে রাখা কীটনাশক পান করে মাওয়া।
স্বামী ইসমাঈল বলেন, কীটনাশকের বিষক্রিয়া বিনাশে কেরোসিন খাওয়ানো হয় তাকে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসেন সবাই মিলে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল হাসান বলেন, কীটনাশকের চেয়ে কেরোসিন পান করা ঝুঁকিপূর্ণ। শুধু কীটনাশক পানে স্টমাক ওয়াশ করা যেতে পারে। সাথে কেরোসিন পান করানোই ঝুঁকি বেড়ে গেছে। এক্ষেত্রে রোগী রাজি থাকলে তারা ঝুঁকি নিয়ে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চালাবেন বলে জানান তিনি।