
মামুন অর-রশীদ, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও থেকেঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির ঘটনায় নির্মল কর্মকার (৪০) এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
গত শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ মরিচপাড়ার বাসিন্দা মো: জীবন হোসাইন (২২) এ মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, বুধবার(৬ জুলাই) শিবগঞ্জ বাজারের জীবনের পিতা আব্দুল কাইয়ুমের চায়ের দোকানে নির্মল কর্মকার চা খেতে যান। সেখানে ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষ্ণপুর পল্লী বিদ্যুৎ গ্রামের খতিবরের ছেলে জয়নাল চা খাচ্ছিলেন। এমন সময় একাধিক বিয়ের কথা উঠলে নির্মল মুসলমান ধর্ম ইসলাম ও নবীজী (সাঃ) কে জড়িয়ে কটুক্তিকর মন্তব্য করে। জয়নাল প্রতিবাদ করলে নির্মল তাকে চড়-থাপ্পর মারে। এ সময় জীবন ও তার পিতা প্রতিবাদ করতে গেলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় নির্মল। বিষয়টি ঐ চায়ের দোকানে থাকা মানুষজন দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে তারাও প্রতিবাদ করে। এ সময় বাজারে হাজারও মানুষের সমাগম হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম মোস্তাক আহমেদকে বিষয়টি জানালে তিনিও সেখানে হাজির হন। পরে পরিস্থতি বেগতিক হলে পুলিশ ঘটনাস্থলে এসে নির্মলকে ৫৪ ধারায় গ্রেফতার করে নিয়ে যায়। বর্তমানে সে ঠাকুরগাঁও জেলহাজতে রয়েছে। সে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ কামারপাড়া গ্রামের নরেশ কর্মকারের ছেলে। মামলায় ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভুতিতে প্রতিহিংসা বশত ও হিংসাত্বক মূলক বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে ধর্মীয় অনুভুতিকে আঘাতসহ অবমাননা করে বক্তব্য প্রদান ও মারপিট করে ভয়ভীতি হুমকি প্রদর্শনের অভিযোগ আনা হয়।