
মোহাম্মদ ইউনুছ ,নাইক্ষ্যংছড়ি,বান্দরবান :
নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের সেই শূন্যরেখার আশ্রয় শিবিরের পেছনে গোলাগুলির ঘটনা ঘটেছে। ফলে পবিত্র ঈদকে সামনে রেখে আতংকগ্রস্থ হয়ে পড়েছে তুমব্রুসহ আশাপাশের কয়েক গ্রামের বাসিন্দা।
সূত্র মতে, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭ টায় শূণ্যরেখা তথা ৩৪ নম্বর সীমান্ত পিলারের পাশে মিয়ামারের সামান্য ভেতর থেকে থেমে থেমে ১১/১২ রাউন্ড গুলি বিস্ফোরণের বড় শব্দ ছড়িয়ে পড়ে। তমব্রু বাজারের ব্যবসায়ী মোঃ কামাল জানান তখন সবে মাত্র ইফতার শেষ করে অতি গরমের কারণে বিশ্রাম নিচ্ছিলেন তিনি, হঠাৎ করে মিয়ানমারের ভেতর থেকে কিছুক্ষণ পরপর গুলির শব্দ আসার কারনে তার মনে আতঙ্ক সৃষ্টি হয়।
ঐ এলাকার আরো কয়েকন বলেন,বর্তমানে মিয়ানমারের সামান্য ভিতরে দীর্ঘদিন ধরে অবস্থান নিয়ে আছেন সে দেশের বিদ্রোহী গ্রুপ ব্যাপক আলোচিত আরকান আর্মি সদস্যরা,ধারণা করা হচ্ছে আরকান আর্মির বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সীমান্ত এলাকায় ঘুরাঘুরি করার সময় সরকারী বাহিনী টের পায়। এতে উভয় পক্ষ পরস্পরকে লক্ষ করে গুলি ছুটে। ফলে সর্বত্র আতঙ্ক দেখা দেয় । আর বিজিবি
সদস্যরা এতে টহল বৃদ্ধি করে। তাদের সতর্ক দেখা দেয়।
অপর একাধিক সূত্র দাবী করছে,ঘটনা ঘটিয়েছে মিয়ানমারের আরসা বিদ্রোহী বাহিনী। তারা মিয়ানমার থেকে গরু,স্বর্ণ,ইয়াবা,আইস বা অন্যান্য পণ্যে বাংলাদেশে পাচারে প্রভাব বিস্তার করতে গিয়ে মিয়ানমার বাহিনীর সাথে এ গুলি বিনিময় করেন।