

এস.এম. হুমায়ুন কবির, রামু (কক্সবাজার) প্রতিনিধিঃ
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দৃষ্টি নন্দন ঝুলন্ত ব্রিজ সম্বলিত ব্যাপক পরিচিত পাওয়া উপবন লেকে, কোরবানি ঈদের ছুটিতে নাইক্ষ্যংছড়ি সহ পাশ্ববর্তী রামু, কক্সবাজার উখিয়া, চকরিয়া সহ, দুর দুরান্ত থেকে পর্যটকদের চোখে পড়ার মত আগমনে উপবন লেকটি মানুয়ের পদ ভারে টয়টুম্বর অবস্থা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কথা হয় নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগ নেতা ও লেকের পাশের স্থায়ী বাসিন্দা আনছারুল্লার সাথে,তিনি বলেন ঈদের পরের দিন থেকে ভ্রমণপিপাসুদের ব্যপক আগমন ঘটছে,ঠিকেট বিক্রিতেও ধুম লেগেছে, দুইদিনে প্রায় লক্ষাদিক টাকার উপরে ঠিকিট বিক্রি হয়েছে।কথা হয় ঈদগাহ থেকে ঘুরতে আসা আমিন উদ্দীনের সঙ্গে, তিনি বলেন লেকে বখাটে টাইপের ছেলেদের ঘুরাফেরা দৃশ্যমান এদের বিরুদ্ধে কতৃপক্ষ ব্যবস্থা নিলে দর্শনার্থীরা আরো উপভোগ্য সময় পার করতে পারবে।
কক্সবাজার থেকে ঘুরতে আসা ফাহিম চৌধুরী জানান উক্ত লেকের ঝুলন্ত ব্রিজের পাশেই কয়েকটি উপজাতি ঘরে স্থায়ী ভাবে তৈরী চুলায় মদ বিক্রি করার ফলে,অনেকেই তা সেবন করে মাতলামি করার কারনে লেকের সুনাম ও আগত দর্শনার্থীদের সমস্যার সৃষ্টি হচ্ছে তাই উক্ত ঘর গুলোতে স্থায়ীভাবে তৈরি চুলায় মদ বিক্রি বন্ধ সহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। খোটাখালী থেকে আসা নব দম্পতি শাহরিয়ার ও মিতু জানান, লেকের পাড়ে অবস্থিত দোকানগুলো সবকিছুর দাম নিচ্ছেন চড়া,এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা।