
আমিরুল ইসলাম, নকলা-নালিতাবাড়ী প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে আঁখি নামে ১২ বছর বয়সী ৭ম শ্রেণির শিক্ষার্থী ।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল তিনটার দিকে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মধ্যমকুড়া গ্রামের ঘটনা এটি।
কাকরকান্দি ইউপি চেয়ারম্যান নিয়ামুল কাউসার বলেন, কয়েকদিন আগে ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জ এলাকার আরিফ হোসেন তার স্ত্রী কন্যা নিয়ে জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মধ্যমকুড়া গ্রামে শ্বশুড়বাড়ি বেড়াতে আসে। মঙ্গলবার বিকেল তিনটার দিকে আঁখি তার নানা আব্দুস সালামের পুকুরে গোসল করতে যায়। অনেক সময় পার হলেও আঁখি ঘরে না ফেরায় বাড়ির লোকজন খোঁজতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে পুকুর থেকে আঁখির মৃতদেহ উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনাটি নিশ্চিত করে সাংবাদিকদের জানায়, এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আখিঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।