

♦নজরুল ইসলাম নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গিয়াস উদ্দিন পুত্র বাচ্চু মিয়ার ফিসারীতে বিষ প্রয়োগে ৫ লক্ষ টাকার মাছ নিধন করেছে। সোমবার (১১জুলাই) সকাল ৬ টায় বাচ্চু মিয়া ফিসারীতে ভাসমান অবস্থায় মাছ দেখতে পায়। এ ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। নান্দাইল মডেল থানার অভিযোগ সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া তার বাড়ির পূর্ব পাশে ৫০ শতাংশ ফিসারী ও ২০ শতাংশ বেগুন ক্ষেত রয়েছে। রবিবার (১০ জুলাই ) দিবাগত রাত ১০ টার দিকে ফিসারী ও বেগুন ক্ষেত দেখাশোনা করে বাড়িতে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। সোমবার (১১জুলাই) সকালে গিয়ে বাচ্চু মিয়া দেখেন অজ্ঞানামা কে বা কারা ৫০ শতাংশ জমিতে ফিসারীতে বিষ প্রয়োগ ফিসারীতে থাকা ৫ লক্ষ টাকার নিধন করেছে। অন্যদিকে রোপনকৃত ২০ শতাংশ বেগুন ক্ষেতের উঠিয়ে নিয়ে যায়। এতে ৫০ হাজান টাকার ক্ষতি হয়েছে।
এ অবস্থায় অসহায় হয়ে পড়েছে ভোক্তভোগী বাচ্চু মিয়া। সোমবার (১১ জুলাই) সকালে স্থানীয় কয়েকজন নিয়ে নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফিসারীতে মাছ ভেঁসে আছে। আশে পাশের মানুষজন মাছ দেখতে ভিড় করেছে। কয়েকজন যুবক ফিসারীতে ভেঁসে যাওয়া মাছ তুলে রাখছে। বাচ্চুর মিয়ার পিতা গিয়াস উদ্দিন মাথায় হাত দিয়ে বসে আছে।
- বাচ্চু মিয়া বলেন, এলাকার এক জনৈক ব্যক্তির সাথে মামলা মোকাদ্দমা চলছে। আমার সন্দেহ হয় তারাই হয়তো এমন কাজ করেছে৷ আমি গরিব মানুষ আমার ৫ লক্ষ টাকার মারা গেছে।♥