

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বয়স্কদের ক্রীড়া অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার আল ফালাহ্ যুব সংঘের উদ্যোগে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর খালপাড় এলাকায় ৫ম বার্ষিক বয়স্ক ক্রীড়ার আয়োজন করা হয়।
বয়স্কদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল ফালাহ্ যুব সংঘের সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক মাহ্ মুদুল হাসান শামীমের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান উদ্ধোধক ঢাকা বায়োকন লিমিটেড এমডি আলহাজ্ব আলা উদ্দিন আকন্দ নাজিম, প্রধান মেহমান চরবেতাগৈর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন সরকার, প্রধান অতিথি মিরপুর ইংলিশ ভার্সন কলেজের প্রভাষক নাইমুর রহমান শফিক, প্রধান সমন্বয়ক বেতাগৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- চর বেতাগৈর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মো. এহসানুল হক আনোয়ার,জননী প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান মো. আব্দুল কাদির,নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক ভূঁইয়া,সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক মিন্টু মিয়া।
বয়স্কদের ক্রীড়া প্রতিযোগিতায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহীবাহী তৈলাক্ত কলা গাছে উঠা,পানির উপর বালিশ লড়াই,
চতুরমুখী টান,হাড়ি ভাঙ্গা,ডাঙ্গায় হাঁস ধরা ও তৈল গাছে ফুটবল ছুড়ে তৈল জিতে নেওয়া খেলা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত বয়স্ক ব্যক্তিরা অংশ গ্রহণ করেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বয়স্কদের খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে লোকজন ভিড় করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।