
আমিরুল ইসলাম, নকলা-নালিতাবাড়ী, প্রতিনিধি:
ঈদুল আজহা উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের আশ্রয়ন কেন্দ্রের ৩৪ জন বাসিন্দা ও সমেশ্চুড়া গ্রামের একই পরিবারের ৬ জন প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ জুলাই) বিকেলে নালিতাবাড়ী উপজেলা পরিষদের পক্ষে এসব উপহার সামগ্রী বিতরণ করেন ১নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান হযরত আলী, ইউপি সদস্য শামসুদ্দিন, বেলজিয়াম প্রবাসী জাবের উদ্দিন ও সমাজসেবক জুলফিকার আলী ভুট্রো প্রমুখ। এসব উপহার সামগ্রীর মাঝে ছিল ১ কেজি চেরী ডিটারজেন্ট পাউডার, ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, ২ কেজি লবন, ২ কেজি আতপ চাল, ২৩৫ মিলি প্যারাসুট নারিকেল তেল ও ১টি লাইফবয় সাবান।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, নালিতাবাড়ী উপজেলার গরবী দুঃখী অসহায়দের মাঝে বিভিন্ন উৎসবে সরকারীভাবে এ ধরনের উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রাখা হবে।