
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
শনিবার জেলা শহরের কালিবাড়ি মোড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। তিনি সদর উপজেলার গাইটাল নামাপাড়া এলাকার ইন্তু মিয়ার পুত্র। জানা যায়,২০২১ সনের ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালের দিনে নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনের দায়ের করা মামলায় গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ছিলেন তিনি।
সাইফুল ইসলাম দীর্ঘদিন পলাতক ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে কালিবাড়ী মোড় এলাকা থেকে গ্রেফতার করে।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ দাউদ বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা মামলায় গ্রেফতারি পরোয়ানা ভূক্ত আসামি ছিলেন সাইফুল ইসলাম। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।