
হাওর অঞ্চল প্রতিনিধি ও নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ-
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ বকুল মিয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে।
গত ১৭ জুলাই ২০২২ রোজ রবিবার মাদ্রসার অভিভাবক সদস্য মোঃ মন্তাজ মিয়া নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত দাখিল করেছে।
অভিযোগে জানা গেছে বকুল মিয়া সভাপতি নির্বাচিত হবার পর থেকে দুর্নীতির আশ্রয় নিয়ে মাদ্রাসার পুরাতন টিনের ঘর বিক্রি করে ২ লক্ষ টাকা, শিক্ষার্থীদের ফরম ফিলাপের ৩১ হাজার ৮ শত টাকা,ম্যানেজিং কমিটির জামানতের ৮ হাজার টাকা আত্মসাৎ করে।
তাছাড়াও মাদ্রাসার নামের ১ লক্ষ ৬৬ হাজার টাকার জলাশয় সভাপতি ব্যাক্তিগত ভাবেতার নিজ নামে মাত্র ৬০ হাজার টাকা দেখিয়ে লীজ নামে নিয়ে গেছে।
তাছাড়াও অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিজানুর রহমানের ছেলে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রকে সভাপতি বকুল মিয়া অত্র মাদ্রাসায় ৫ম শ্রেণীতে ভর্তি দেখিয়ে মিজানুর রহমানকে অত্র মাদ্রাস অভিভাবক সদস্য বানিয়ে তার সহযোগিতায় এ সমস্ত কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে সভাপতি বকুল মিয়ার সাথে যোগাযোগ করে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করে এবং তার কাছে সমস্ত কাগজ পত্র রয়েছে বলে দাবী করেন।
হরিপুর ইউপি চেয়ারম্যান হাজী মোঃ ফারুক মিয়া বলেন বকুলের বিরুদ্ধে এরূপ আরো বহু অভিযোগ রয়েছে। পূর্বেও বকুল হরিপুরের দুই বিধবা নারীকে সরকারী ঘর দেয়ার কথা বলে ২৫ হাজার টাকা নিয়েছিল।পরবর্তীতে পুলিশের সহযোগিতায় তা ফেরৎ দেয়।
মাদ্রাসার সুপার মোঃ হারুনুর রশীদ ও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম ও অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ মোনাব্বর হোসেনের সাথে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন,আমি মিটিংয়ে আছি। এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান তিনি।