

মোঃ আব্দুল হান্নানঃ
বুধবার ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও ভুক্ত ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্তে শিক্ষা মন্ত্রনালয়ের বিজ্ঞপ্তি ইতিমধ্যে গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো গোকর্ণ সৈয়দ ওয়ালীউল্লাহ স্কুল এন্ড কলেজ, হবিগঞ্জের প্রয়াত দানবীর শচীন্দ্রলাল সরকার প্রতিষ্ঠিত দক্ষিণ সিংহগ্রাম বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজ, এডঃ আব্বাসউদ্দিনের আপ্রান প্রচেষ্টায় প্রতিষ্ঠিত জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এস,এ কে একরামুজ্জামানের পিতার নামে প্রতিষ্ঠিত চাপড়তলা অবস্থিত সৈয়দ কামারুজ্জামান উচ্চ বিদ্যালয় ও ভলাকুট ইউনিয়নের সাদা মনের মানুষ নামে খ্যাত অবসর প্রাপ্ত শিক্ষক সুধির চন্দ্র বর্ধনের অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত বাঘী গৌরাঙ্গ মহাপ্রভূ নিন্ম মাধ্যমিক উচ্চ বিদ্যালয়।
উপজেলার পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ায় স্ব স্ব স্কুলের গভর্নিং বডি ও সংশ্লিষ্ট কতৃর্পক্ষ,শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয়রা ব্যাপক আনন্দ উচ্ছাস প্রকাশ করেছে। পাশাপাশি স্থানীয় এমপি বিএম ফরহাদ হোসেন সংগ্রামের প্রসংশা করছেন।