
জেলা প্রতিনিধি, গাইবান্ধা:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সিহাব মিয়া (১৫) নামের অষ্টম শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের পর তার মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার লালচামার নদী থেকে সিহাবের মরদেহ উদ্ধার করে পুলিশ। সিহাব স্থানীয় বেলকা বাজার এলাকার আনিছুর রহমানেরছেলে।
স্বজনরা জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে হঠাৎ করে নিখোঁজ হয় সিহাম মিয়া। খোঁজাখুঁজির একপর্যায়ে শুক্রবার বিকেলে লালচামার নদীতে তার মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আজিজ মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ওই নদী থেকে সিহাবের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় কাপড় পেচানো ছিল। এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।