
হাসান ভূঁইয়া, শিল্পাঞ্চল প্রতিনিধিঃ
গাজীপুর থেকে নিখোঁজের ১০ দিন পর ইমন (২১) নামে এক যুবকের মরদেহ সাভারের তুরাগ নদী থেকে উদ্ধার করে নৌ-পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শনিবার (১৬ জুলাই) সকালে আমিন বাজারের কেবলারচর এলাকার তুরাগ নদী থেকে মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
নিহত ইমন গাজীপুরের কালিয়াকৈর থানার রসুলপুর পূর্ব-পাড়া নামক এলাকার আজিবর রহমানের ছেলে।
গত (৭ জুলাই) রসুলপুর এলাকা থেকে রাত ১১টার দিকে নিখোঁজ হয় ইমন। পরে নিখোঁজের বিষয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন ইমনের পরিবার। লাশ উদ্ধারের পর পরিবার বলছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নৌ-পুলিশ জানায়, আমিনবাজার এলাকার দুবলারচরের তুরাগ নদীতে নিহত ইমনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে নৌ-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
এ বিষয়ে আমিন বাজার নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের মরদেহ শনিবার রাতে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লাশটি ফুলে প্রায় অর্ধগলিত। ফলে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর কারণ জানা সম্ভব না।