
গাজীপুর থেকে সংবাদদাতাঃ
গাজীপুরের টঙ্গীতে নার্গিস পারভিন (৪০) নামের এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবার ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।সোমবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর ভরান মুন্সিপাড়া এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত নার্গিসের স্বামী মো. নায়েব আলী। তারা টঙ্গীর ভরানের কাদির মিয়া নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন।
পুলিশ জানায়, সোমবার দুপুর থেকে নার্গিসকে ফোন দিয়ে পাওয়া যাচ্ছিল না। খোঁজ নিতে বাড়িওয়ালাকে ফোন দিলে তার ছেলে গিয়ে নার্গিসের লাশ দেখতে পান।
নায়েব আলী বলেন, “আমি বাসায় এসে দেখি, স্ত্রীর লাশ মেঝেতে পড়ে আছে। পাশে ঘরের জিনিসপত্র সব এলোমেলো। আসবাব ভাঙা। কয়েক ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় এক লাখ টাকা নেই। এটা একটি পরিকল্পিত হত্যা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. ইলতুৎ মিশ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর গলা ও হাতে ছুরির আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।