
নান্দাইল সংবাদদাতাঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের উত্তর জাহাঙ্গীরপুর গ্রামের মৃত উসমান গনির পুত্র নিরীহ ব্যক্তি আব্দুস সাত্তারের জাহাঙ্গীপুর সিডস্টোর মোড়ে অবস্থিত দখলীয় একটি দোকান ঘর সোমবার দুপুরে একই গ্রামের প্রভাবশালী ফজলুল হকের পুত্র ওবায়দুল, পারভেজ ও পাভেল মিয়া এবং একই গ্রামের আব্দুস সালামের পুত্র লাদেনগংরা দেশীয় অস্ত্রের সজ্জিত হয়ে জোরপূর্বক দোকান ঘরটি ভেঙ্গে উল্লেখিত ব্যক্তিরা তাদের ঘর উঠানোর চেষ্ঠা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আব্দুস সাত্তার দীর্ঘদিন যাবৎ উক্ত দোকান ঘরটিকে জনৈক ব্যক্তির নিকট ভাড়া দিয়ে আসছিল এবং ভাড়াটিয়াকে প্রতিপক্ষরা জোরপূর্বক উচ্ছেদ করে নিজেরা দোকান ঘর উঠানোর চেষ্ঠা করছে বলে আব্দুস সাত্তারের পুত্র আব্দুল মজিদ জানান।
উক্ত দোকান ঘরটি ভেঙ্গে নিরীহ ব্যক্তি আব্দুস সাত্তারের প্রায় ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করেছেন বলে আব্দুস সাত্তার জানিয়েছেন। প্রতিপক্ষরা এলাকার প্রভাবশালী হওয়ায় আব্দুস সাত্তার গংরা প্রতিপক্ষকে বাধা নিষেধ দেওয়ার সাহস পাইনি বলে এলাকাবাসীরা জানান।
প্রসঙ্গত, উল্লেখিত দোকান ঘরটি প্রতিপক্ষ প্রভাবশালীরা ভেঙ্গে দখল নিতে পারে মর্মে ইতি পূর্বে নান্দাইল মডেল থানায় আব্দুস সাত্তারের পুত্র আব্দুল মজিদ লিখিত অভিযোগ দায়ের করলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে আব্দুল মজিদ জানান।