
জেলা প্রতিনিধি, গাইবান্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে অসহায় মায়ের অবুঝ শিশু কন্যা মাত্র ১১ মাস বয়সী সিনহা বাঁচতে চায়। তার হার্টে ফুঁটো-ছিদ্র হয়েছে। অপারেশনে প্রায় তিন লাখ
টাকার প্রয়োজন। অর্থাভাবে চিকিৎসা করতে না পারায় নিস্পাপ ফুঁটফুঁটে অবুঝ শিশু সিনহার অকালেই প্রাণ ঝড়ে পড়ার উপক্রম হয়ে পড়েছে।
পলাশবাড়ী পৌরশহরের ছোট শিমুলতলা গ্রামের কৃষক সিরাজুল ইসলাম ও অসহায়গৃহিনী মাতা মোছা. ফেন্সি বেগম দম্প্রতির কোল জুড়ে জন্ম নেয় এক ছেলে-এক মেয়ে সন্তান। বর্তমানে সিরাজুল ইসলাম দ্বিতীয় বিবাহ করে প্রায় এক বছর যাবৎ নিখোঁজ অবস্থায় রয়েছেন। প্রথম স্ত্রী-সন্তানদের কোন রকম খোঁজ খবর
নেয় না।
এদিকে, অসহায় মা ফেন্সি বেগম অন্যের বাসা-বাড়ীতে কাজকর্ম করে কোন রকমে দু’টি সন্তান লালন-পালনসহ অবুঝ শিশু কন্যার চিকিৎসার খরচ মেটানো দরুহ হয়ে পড়েছে। অভাব-অনটনের সংসারে নিত্যদিন তাদের নুন আনতে পান্তা ফুড়ায়। সিনহার প্রাথমিক চিকিৎসা ব্যয়ে ইতোমধ্যেই পরিবারটি এখন নিঃস্ব। সিনহার জন্মের কিছুদিন পর তার শরীরে জ্বর দেখা দেয়।
স্থানীয় শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল মালেকের ব্যবস্থাপত্রে তার চিকিৎসা নেয়া হয়। তাতেও কোন ভালো ফল না হওয়ায় সিনহাকে রংপুর মেডিকেল কলেজ
হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়। সেখানে হৃদরোগ বিভাগের কনসালটেন্ট কার্ডিওলোজিস্ট চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মাহমুদের তত্তাবধানে নানা পরীক্ষা-নিরীক্ষায় শেষে জানা যায় সিনহার (সাইটাস সলিটাস লিভোকার্ডিয়া-দু’টি এএসডি ছিদ্র দেখা যাচ্ছে)। যা যতদ্রুত সম্ভব অপারেশনের মাধ্যমে তাকে সুস্থ করে তোলা সম্ভব।
সিনহার চিকিৎসা ব্যয়ে তার অসহায় মা পরমকরুণাময় সৃষ্টিকর্তার করুণাসহ দেশ-বিদেশের বিত্তশালী-দানশীল ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্য অথবা সিনহার পুরোচিকিৎসার ব্যয়ভারে সকলের নিকট মানবিক সহায়তা কামনা করেছেন।
চিকিৎসা ব্যয়ে সাহায্য পাঠাবার ঠিকানা–সঞ্চয়ী হিসাব নম্বর-০১০০১৩৮৩২০৮৬৮, জনতা ব্যাংক লিঃ, পলাশবাড়ী শাখা, গাইবান্ধা অথবা-
নগদ একাউন্ট নম্বর-০১৭২৪-০৮৬৪২৩।