
নীলফামারী থেকে সংবাদদাতাঃ
গঠণতন্ত্র বিরোধী কর্মকান্ড অনৈতিক ভাবে বিভিন্ন উপজেলা কমিটি গঠন, আত্মীয়করণ, জামায়াত-শিবীরের অনুপ্রবেশকারীদের সম্পৃক্ত থাকার কারণে জেলা কৃষক লীগের ২৫ শে জুলাই ২০২২ সম্মেলন বাতিলের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ জুলাই (বুধবার) সকাল ১১টায় কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত¡রে জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায় এর সভাপতিত্বে ২৫ শে জুলাই ২০২২ সম্মেলন বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তব্য রাখেন, ডোমার উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মোনা, জলঢাকা পৌর কৃষক লীগের সভাপতি মকলেছুর রহমান সঞ্জু, ডিমলা উপজেলা কৃষক লীগের সভাপতি খোকন প্রধান এছাড়াও সৈয়দপুর, কিশোরগঞ্জ উপজেলার নেত্রীবৃন্দ।
বক্তারা জানান, মেয়াদ উর্ত্তীন্ন কৃষক লীগের সম্মেলন প্রস্তুত কমিটি গঠনতন্ত্রকে বৃদ্ধাগুলি দেখিয়ে রাতের আধারে বিভিন্ন উপজেলা কমিটি গঠন করে বির্তকের জন্ম দিয়েছেন সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মোঃ ইয়াহিয়া আবিদ। সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মোঃ আজাহারুল ইসলাম তিনি জামায়াত-শিবিরের একজন সক্রিয় কর্মী।
জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মোঃ ইয়াহিয়া আবিদ জানান, গঠনতন্ত্র মেনে আমরা সকল কার্যক্রম শেষ করে ফেলেছি আগামী ২৫ জুলাই ২০২২ কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অপর একটি পক্ষ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সম্মেলনকে বাধাগ্রস্থ করার চেষ্টা করেছে।