
মির্জা হৃদয় সাগর, জেলা প্রতিনিধি (নেত্রকোনা):
নেত্রকোনায় বাংলা ভাষায় ইশারা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী স্বাস্থ্য ও সাহায্য কেন্দ্র যৌথভাবে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করেছে। মঙ্গলবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুমড়ি এলাকায় সরকারী শিশু নিবাসের হলরুমে এ সভা অনুষ্টিত হয়। এতে সমাবসেবা জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. আলাল উদ্দিন আলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
আলোচনা সভা শেষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু (প্রতিবন্ধী) দেরকে সাহায্য প্রদান করা হয়। পাশাপাশি এতিমখানার মেধবী ১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। সভায় অভিভাবকরা নিজেদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে উপস্থিত হন।
এসময় জেলা প্রশাসক তাদেরকে সময় দিয়ে মুল শ্রুতে নিয়ে আসার জন্য সরকারের চেষ্টাকে সহযোগিতা করে অভিবাবকসহ সকালের প্রতি আহ্বান জানান।