
নোয়াখালী প্রতিনিধিঃ
বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনার পরিবর্তনে মহিউদ্দিন রনির উথাপিত ৬ দফা বাস্তবায়ন ও নোয়াখালী-ঢাকা রুটে রেলওয়ের সেবার মান বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে একাধিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।
সোমবার (১৮ জুলাই) সচেতন এলাকাবাসীর ব্যানারে সকাল ১১টার দিকে নোয়াখালীর চৌমুহনী রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন করে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেয়;
আমরা গোলাপ, আলোকিত মানবিক অর্গানাইজেশন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল ইঞ্জিনিয়ানিং কলেজ,নোয়াখালী ইয়ুথ ফোরাম, রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন,ফেরারি নেটওয়ার্কসহ নানা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনগুলো।
এ বিষয়ে “আমরা গোলাপ” সংগঠনের সমন্বয়কারী শাহেদ মুনিম ফয়সাল বলেন, ঢাকায় কমলাপুর রেলওয়ে স্টেশনে গত এক সপ্তাহ ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তার সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য অনেক সামাজিক সংগঠনগুলো অবস্থান কর্মসূচি শুরু করেছেন। একই সাথে নোয়াখালী-ঢাকা রুটে রেলওয়ের সেবার মান বৃদ্ধির দাবিতে আমাদের নোয়াখালীতে প্রায় সকল সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আজ অবস্থান কর্মসূচি পালন করেছে।
এ অবস্থান কর্মসূচিতে নোয়াখালী-ঢাকা রুটে রেলওয়ের সেবার মান বৃদ্ধির জন্য,আন্তঃনগর ট্রেন ও নিঝুম একপ্রেস দ্রুত চালু, নোয়াখালী এক্সপ্রেস ও ঢাকা এক্সপ্রেসে কোচ সংখ্যা বৃদ্ধি,উপকূল এক্সপ্রেসকে সঠিক সময়ে ঢাকা থেকে ছাড়ার ব্যবস্থা করা, উপকূল এক্সপ্রেসকে চৌমুহনী স্টেশনে সঠিক সময়ে যাত্রা বিরতি দেওয়া, চট্রগ্রাম-কক্সবাজারের সঙ্গে নোয়াখালীর রেলপথকে সংযুক্ত করার এ দাবিগুলো বর্তমান সরকারের কাছে জানানো হয়।