
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা:
বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রামের জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা মন্ডলীর সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহবায়ক ও পটিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবিদ শামসুল আলম মাস্টার বুধবার দুপুর ২টায় নগরীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। আজ ১৪ জুলাই বাদে জোহর মরহুমের নামাজে জানাযা পটিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। শামসুল আলম মাস্টার পটিয়া পৌরসভার সাবেক তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৮৭ সালে পটিয়া সদর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। পটিয়ার সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, চসিক সাবেক মেয়র আলহাজ¦ মাহমুদুল ইসলাম চৌধুরী, জাপা প্রেসিডিয়াম সদস্য সোলাইমান আলম শেঠ, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী, জাপার ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম, মাহজাবিন মোরশেদ, নগর জাপার আহবায়ক এয়াকুব হোসেন, দক্ষিণ জেলা জাপার যুগ্ম আহবায়ক আবদুস ছত্তার রণি, শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। শামসুল আলম মাস্টার পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মরহুম আমিনুর রহমানের পুত্র।