
মোসলেহ উদ্দিন, উখিয়া প্রতিনিধি:
ঈদে পর্যটকের ঢল নেমেছে পর্যটন স্পট ইনানী ও পাটোয়ার টেকে। উৎসবমুখর ঈদের এ ছুটিতে পর্যটকের ঢল বিশেষ করে ইনানী ও পাটোয়ারটেক এলাকায় ভরে গেছে। এখানে সমুদ্রের জলরাশি অপরদিকে বিশালাকৃতির আকাশছোঁয়া পাহাড় বেষ্টিত প্রাকৃতিক মনোরম দৃশ্য মানুষকে আকর্ষণ করে।
ঈদ পরবর্তি কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের পদভারে মুখরিত। ইনানী বীচ,পাটোয়ারটেক থেকে শুরু করে কলাতলী পর্যন্ত বিনোদন স্পটের কোথাও ফাঁকা নেই। সবখানেই যেন উৎসব মুখর পরিবেশ, উপচে পড়া ভিড়।
টানা ছুটিতে প্রায় পাঁচ লাখের মতো পর্যটকের সমাগম হয়েছে বলে ধারনা করা হচ্ছে গোটা কক্সবাজার সমুদ্র সৈকতে। কক্সবাজারের চার শতাধিক হোটেল-মোটেল থাকলেও একশ্রেণীর ব্যবসায়ীরা রুম ভাড়ায় চড়াদাম নেওয়ার আপত্তি রয়েছে। পাশাপাশি পরিবহন ভাড়া আদায় করছে দ্বিগুণ। অটো বাইক, রিকশাচালক ও রেস্টুরেন্ট সবখানেই অসাধু ব্যবসায়ীদের গলাকাটা বাণিজ্যের আভাস। যে কারণে দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা হয়রানি ও প্রতারিত হচ্ছেন।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের পক্ষ থেকে অনলাইন প্রিন্ট মিডিয়ায় পর্যটকদের যাতে কোন ধরনের হয়রানির শিকার না হয় সেজন্য আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ প্রদান করা হয়েছে। একইভাবে পর্যটকদের কোন ধরনের অভিযোগ থাকলে জেলা ও উপজেলা প্রশাসনের নিকট জানানোর জন্য নির্দেশ রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ইনানী পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ অলিউর রহমান জানান, ইনানী ও পাটোয়ারটেকে পর্যটকের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। পর্যটকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত টুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বক্ষনিক নজরদারী করা হচ্ছে। ঈদ পরবর্তি এ পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।