
সাবজল হোসাইন, তাহিরপুর:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পানিতে ডুবে সাহারা খাতুন ( ১৫ মাস ) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার বিকেল চারটার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জামালপুর গ্রামের সম্মুখ পাটলাই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সাহারা খাতুন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নস্থ জামালপুর গ্রামের আলিফনুরের মেয়ে।
স্থানীয় ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বিকেল ৩ টার দিকে সাহারা নীজ বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ তাকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সম্মুখ পাটলাই নদীর তীর থেকে বিকেল ৪টার দিকে মৃত অবস্থায় সাহারাকে উদ্ধার করা হয়।
পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান আলী হায়দার।