
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কটিয়াদি উপজেলার করগাঁও ইউনিয়নের পাচলিপাড়া গ্রামে পানিবন্দি হয়ে আছে শতাধিক পরিবার। গত কিছুদিন আগের পাহাড়ি ঢলে দেশের নিন্মাঞ্চল প্লাবিত হয়। এরই ধারাবাহিকতায় ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলীর কিছু অংশ প্লাবিত হয়।বন্যায় আক্রান্ত হয় অনেক মানুষ। পাহাড়ি ঢলের বন্যার পানি নদী বেয়ে চলে আসে কটিয়াদি উপজেলার করগাঁও ইউনিয়নের কয়েকটি গ্রামে। এর মধ্যে পাচলিপাড়া অন্যতম।এ গ্রামের প্রধান সড়কটি বন্যার পানিতে তলিয়ে যায়।বর্তমানে পানি কমায় সড়কে পানি নেই। তবে সড়ক থেকে শতাধিক পরিবারের চলাচলের রাস্তাটি পানিতে ডুবে আছে প্রায় মাস খানেক যাবত। যা দেখার কেও নেই। দুর্ভোগে পরেছে অসংখ্য মানুষ।একমাত্র চলাচলের রাস্তাটি পানিতে ডুবে যাওয়ায় বিপাকে পড়েছে গ্রামবাসী। বাধ্য হয়ে অন্যের বাড়ি উঠোন বা রান্না ঘরের উপর দিয়ে চলাচল করতে হচ্ছে।
পানিবন্দি মো:বাদল মিয়া, উজ্জ্বল, সাজিদ মিয়া, মিজান, সোহাগ সহ অনেকেই বলেন, আমাদের বাড়ির সামনের চলাচলের রাস্তা টি পানিতে ডুবে যাওয়ায় আমরা খুব কস্টে অন্যের বাড়ির উঠান ও রান্না ঘরের উপর দিয়ে চলাফেরা করতে হচ্ছে।যা সত্যি খুব কস্টকর।পানি নিষ্কাশনের যদি কোন ব্যাবস্থা করা হতো তাহলে আমরা এ অবস্থা থেকে মুক্তি পেতাম।
এ বিষয়ে করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিম মোল্লা বলেন,আমি পাচলিপাড়া গ্রামের পানিবন্দি এলাকার সার্বিক খোঁজ খবর রাখছি।তবে পানি নামার জায়গা না থাকায় পানি কমছে না।তাই পানি আটকে আছে।