
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে জমি লিখে না দেয়ায় বড় ছেলে পিতা-মাতাকে পিটিয়ে মাথা ফাঁটিয়ে রক্তাক্ত জখম ও হত্যা চেষ্টার অভিযোগে অবশেষে কুলাঙার সন্তানকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। একটি বিশেষ মহল অভিযোগ প্রত্যাহার করার জন্য বাদীকে চাপসৃষ্টি ও নানা ভাবে ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে । এলাকাবাসী গ্রেফতারকৃত কুলাঙার সন্তান কবীর হোসেন (৩৪)সহ অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন ।
অভিযোগে জানা যায়, উপজেলার ঢালজোড়া ইউনিয়নের চিনাইল গ্রামের মো. নেলুমুদ্দিন (৬০), স্ত্রী বিলকিছ বেগম(৫৫) , বড় ছেলে মো. কবীর হোসেন (৩৪) ও ছোট ছেলে মো. রাসেল (২৬) কে নিয়ে সংসার জীবনে সুখী ছিল । বিলকিছ বেগম অনেকদিন যাবত ডায়োবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত । বড় ছেলে দীর্ঘদিন বিদেশে চাকুরি করার পর দেশে এসে বিবাহ করে সংসার থেকে পৃথক হয়ে যায় এবং পিতা-মাতাকে কোন প্রকার ভরণ পোষন করেন না । ছোট ছেলে মো. রাসেল স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করে মায়ের চিকিৎষা সহ সংসার চালাতে গিয়ে মানবেতর জীবন যাপন করছেন । উল্টো গত ১৩ জুলাই বুধবার সন্ধ্যায় বড় ছেলে কবীর হোসেন সহ ৭ জন সন্ত্রাসী লোক নিয়ে বাড়িতে প্রবেশ করে পিতা মো. নেলুমুদ্দিন (৬০) কে জমি রেজিষ্ট্রি করে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে । নেলুমুদ্দিন জমি দিতে অস্বীকৃতি জানালে ক্ষীপ্ত হয়ে কবীর হোসেন পিতাকে বেদরক পেটায় ও গলাটিপে ধরে । বিলকিছ বেগম থামাতে গেলে কবীর লোহার রড দিয়ে মাকে মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় । ছোট ছেলে রাসেল (২৬) এগিয়ে গেলে তাকেও মারপিট ও জখম করে । এলাকাবাসীর সহায়তায় তিনজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । এব্যাপারে মো. নেলুমুদ্দিন (৬০) বাদী হয়ে বৃহস্পতিবার কালিয়াকৈর থানায় বড় ছেলে কবীর হোসেন সহ ৭ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন । বড় ছেলে কর্তৃক পিতা-মাতাকে পিটিয়ে মাথা ফাঁটিয়ে রক্তাক্ত জখম ও হত্যা চেষ্টা ,হাসপাতালে মা ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছে খবরটি উপজেলার সর্বত্র দারুন চাঞ্চল্যের সৃষ্টি করে । এব্যাপারে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালিয়াকৈর উপজেলা শাখা ও কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তাগণ এরূপ জঘণ্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে , কুলাঙার সন্তান সহ সহযোগীদের বিরুদ্ধে অবিলম্বে গ্রেফতার সহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খাঁনকে বিশেষ ভাবে অনুরোধ জানান ।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খাঁন বলেন , বড় ছেলে মো. কবীর হোসেন (৩৪) কে থানা পুলিশ গ্রেফতার করে আজ মঙ্গলবার গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে । এদিকে বাদী অভিযোগ করেন , একটি বিশেষ মহল অভিযোগ প্রত্যাহার করার জন্য চাপসৃষ্টি ও মিথ্যা মামলায় জড়িয়ে নানা ভাবে হয়রানী করার ভয়ভীতি দেখাচ্ছে ।