
ফটিকছড়ি প্রতিনিধি :
চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে পুকুরে গোসল করতে নেমে তারেক (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ জুলাই) বিকেলে শান্তিরহাট বাজারের পুকুরে এ ঘটনা ঘটে। সে দাঁতামারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ব্যবসায়ী মো. ইব্রাহিম ছেলে। পেশায় সে একজন রং মিস্ত্রি। স্থানীয় ইউপি সদস্য মোতালেব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়েছি ছেলেটি গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে।
তারেকের পিতা জানান, তারেক ও তার এক সহকর্মী বিকেলে রং এর কাজ শেষ করে শান্তিরহাট বাজারের পুকুরে গোসল করতে যায়। পরে ওই সহকর্মীকে কাজের টাকা আনতে পাঠিয়ে সে পুকুরে গোসল করতে নামে। তার সহকর্মী এসে তাকে পুকুরে ভাসতে দেখে সেখান থেকে তুলে বাড়িতে নিয়ে যায়। পরে ঘরে পল্লী চিকিৎসক আনা হলে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে দাতঁমারা ফাঁড়ির ইনচার্জ এস আই মনির হোসেন জানান, শুনেছি শান্তিরহাটে এক তরুণ গোসল করতে নেমে মারা গেছে। তবে কেউ অভিযোগ করেনি।