
হাসান ভূঁইয়া, শিল্পাঞ্চল প্রতিনিধি, আশুলিয়া-ঢাকা:
লেবু পানি বা লেবুর শরবত গরমে প্রশান্তি আনতে দারুণ কার্যকর। এছাড়াও ভিটামিন সি তো আছেই। প্রচন্ড তাপদাহে একটু প্রশান্তির জন্য লেবু পানি খেতে ছাতার ছোট পানির দোকানে ভিড় জমিয়েছে ঈদের ছুটিতে সাভারে ফেরা কর্মজীবীরা।
শনিবার (১৬ জুলাই) দুপুরে দেশবাংলার চোখে পড়ে ‘লেবু পানি’র দোকানে ভিড় জমানোর দৃশ্য।
প্রচন্ড গরম আর অতিরিক্ত ভাড়ায় দূরপাল্লার বাসে গ্রাম থেকে শহরে এসে একটু প্রশান্তি পেতে অনেকেই লেবু পানির দোকানে ভিড় করছে। অনেকে আবার লেবু পানির সাথে ট্যাংক মিশিয়ে পান করছে।
সাধারনত লেবু আর লবণ দিয়ে তৈরী হয় এই লেবু পানি। যার দাম রাখা হয় মাত্র ৫ টাকা। অনেকে আবার এর সাথে ট্যাংক মিশিয়ে খেতে পছন্দ করেন। লেবুর সাথে ট্যাংক মিশিয়ে দোকানী দাম রাখেন ১০-১৫ টাকা।
রংপুর থেকে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে আসা রোজিনা বেগম দৈনিক দেশবাংলাকে বলেন, প্রচন্ড গরমে হাঁফিয়ে উঠেছি, তাই লেবু পানি খেতে এই দোকানে এসেছি। লেবু পানি খেলে হয়তো কিছুটা ভালো লাগবে।
দিনাজপুর থেকে আসা নূর নবী দৈনিক দেশবাংলাকে বলেন, গরমের কারণে পানির অনেক তৃষ্ণা লেগেছিল তাই কিভাবে লেবু পানি খাবো এই চিন্তায় ছিলাম। বাস থেকে নেমে কিছুদূর হাঁটতেই দেখা মিলে এই পানির দোকানটি। পরে ১০ টাকা দিয়ে দুই গ্লাস লেবু পানি খেয়ে নিলাম। এখন একটু ভালো লাগছে।
আশুলিয়ার বাইপাইলের লেবু পানি বিক্রেতা কবির প্রামানিক দৈনিক দেশবাংলাকে বলেন, এ বছর গরমের শুরু থেকেই আমি এখানে লেবু পানি বিক্রি করে আসছি। অন্যান্য দিনের চেয়ে আজকে গরম অনেক বেশি। তাই বেচা-বিক্রিও অনেক বেশি হচ্ছে। অন্য দিনের তুলনায় আজকে লোকজন বেশি থাকায় মাঝে মধ্যে ভিড় জমে যাচ্ছে।