
জামালপুর প্রতিনিধিঃ
চারদিকে প্রচণ্ড গরমে স্বাভাবিক অবস্থা নেই। এ ঋতুতে তাপমাত্রা কম থাকার কথা থাকলেও দিনদিন তা বেড়েই চলেছে। চারদিকে দেখা দিয়েছে গরমজনিত রোগবালাই। গত ২৪ ঘন্টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
জানা গেছে, প্রচন্ড গরমে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষজন। গরমে খেটে খাওয়া মানুষজন কাজ করতে না পারায় পরিবার-পরিজন নিয়ে কষ্ট করছে। দিনের বেলা তীব্র গরমে কষ্ট করলেও রাতের বেলা একটু শান্তি ঘুমাতে পারি না।
তাদের অভিযোগ, একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে বিদ্যুতের সমস্যাটা ইদানীং বেড়েই চলছে। ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এর কারণে তাদের জীবন অতিষ্ঠ।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা সহনশীল পর্যায়ে চলে আসবে। গত ২৪ ঘন্টায় দেশের রাজশাহী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং জামালপুরে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।