
মোহাম্মদ আলাউদ্দিন, কুমিল্লা দক্ষিণ :
সারাদেশে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে আগামী ২১ জুলাই ২৬ হাজার ২২৯টি গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দেয়া হবে। এর মধ্যে কুমিল্লা জেলায় এই পর্যায়ে জমি ও ঘর পাবেন ৫৮৪ পরিবার। তৃতীয় পর্যায়ে আশ্রয়ণ প্রকল্প থেকে কুমিল্লা জেলায় বরাদ্দ প্রাপ্ত ঘরের সংখ্যা ১ হাজার ৯৭৯ টি। এর প্রথম ধাপে ৪৬৬ টি ঘর প্রদান করা হয়েছে। দ্বিতীয় ধাপে ৫৮৪ টি ঘর প্রদানের জন্য প্রস্তুত রয়েছে। ২১ জুলাই কুমিল্লার তিতাস ও বুড়িচং উপজেলা বাদে বাকি ১৫ উপজেলাতেই এই ঘর উদ্বোধন করা হবে।
কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে আরও জানা যায়, প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ প্রথম ধাপে কুমিল্লায় ৫৯৫টি ঘর প্রদান করা হয়। দ্বিতীয় ধাপে ১ হাজার ২৯১টি ঘরের মধ্যে ১ হাজার ২৬৫টি ঘর প্রদান করা হয়েছে, এর মধ্যে ২৬টি ঘরের জমি নিয়ে আইনী জটিলতা রয়েছে। সর্বশেষ তৃতীয় ধাপে ১ হাজার ৯৭৯ টি ঘরের মধ্যে প্রথমেই গত ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী ৪৬৬টি ঘর উদ্বোধন করেন এবং দ্বিতীয় ধাপে আগামী ২১ জুলাই আরো ৫৮৪টি ঘর উদ্বোধন হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, তৃতীয় পর্যায়ের ৯২৯টি ঘর বাস্তবায়নাধীন রয়েছে। পূর্বের মত প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এবারের ধাপের ঘরগুলো নির্মান করা হয়েছে। প্রতিটি পরিবার ঘরের সাথে জমিও পাবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এসব ঘর ও জমিতে গৃহহীনরা শুধু মাথাগোঁজার ঠাঁই পেয়েছে এমন নয়, এই জায়গায় বসবাসের পাশাপাশি নিজেরা স্বাবলম্বী হতে সবুজায়ন, ক্ষুদ্র কুটিরশিল্পসহ বিভিন্ন কাজ স্বেচ্ছায় হাতে নিয়েছে অধিবাসী। আমরা আশা করছি ধীরে ধীরে এসব মানুষ স্বাবলম্বী হয়ে উন্নত জীবন যাপনের দিকে এগিয়ে যাবেন। কোন কোন আশ্রয় প্রকল্পের জন্য স্কুলও তৈরী করে দেয়া হয়েছে- যেন সে এলাকার শিশুরা পড়াশুনা করতে পারে।