সোহাগ আরেফিন:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য ক্যাডারের কর্মকর্তা নূর এলাহি মিনা। বাংলাদেশ বেতারে উপপরিচালক হিসেবে কাজ করছিলেন তিনি।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগ দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ শাখা-১ এর উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, তাকে বদলিপূর্বক স্ববেতনে প্রেষণে নিয়োগের নিমিত্ত তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হলো।
এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবেও কাজ করেছেন তিনি।
গোপালগঞ্জ জেলার বাসিন্দা এই কর্মকর্তা ২৪ তম বিসিএসের মাধ্যমে ২০০৫ সালে কর্মজীবন শুরু করেন।
“দেশবাংলায় প্রকাশিত সকল সংবাদ, ফীচার, কলাম, মন্তব্য, মত-অভিমতের জন্য কেবল মাত্র ভারপ্রাপ্ত সম্পাদককেই দায়ী করা যাবে”
ভারপ্রাপ্ত সম্পাদক : সাঈদুর রহমান রিমন, ই-মেইল: [email protected]
হটলাইন : 01757551144, সাধারণ বীমা ভবন (৫ম তলা), ২৪, ২৫ দিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০,
ফোন: ৪৭১১৪১৯৪, সংবাদ পাঠাতে: [email protected]
স্বত্ব © দৈনিক দেশবাংলা