
ইসমাইল মাহমুদ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মৌলভীবাজার সরকারি কলেজ স্টেডিয়ামের পাশে বৃক্ষরোপণ করেছে জেলা যুবলীগ। বুধবার (১৩ জুলাই) বিকেলে এ বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ-মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা মহসিন।
মৌলভীবাজার জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌছ উদ্দিন নিক্সনের নেতৃত্বে বৃক্ষরোপন অনুষ্ঠানে
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, সহ-সম্পাদক লিটন চন্দ, মাহমুদ উদ্দিন ও সৈয়দ হাসান আলীসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।
এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন জানান, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খাঁন নিখিলের আহবানে এ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হলো।