
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে একজনও ভূমিহীন ও গৃহহীন থাকবে না।পর্যায়ক্রমে সকলকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেওয়া হবে। এমন স্বপ্ন আশ্রয়ণ ঘর নির্মাণের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় নান্দাইল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে মুজিব শর্তবর্ষ উপলক্ষে ২১ জুলাই ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট গৃহ হস্তান্তর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় ২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স দেশের ৪ টি উপজেলার সাথে যুক্ত থাকবেন। তারমধ্যে নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারী এলাকায় আশ্রয়ণ প্রকল্পের নির্মিত ঘর ভোক্তভোগীদের মাঝে হস্তান্তর করবেন। এ উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন নান্দাইল।
সভায় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন,
ময়মনসিংহ জেলা প্রশাসক এনামুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পারভেজুর রহমান,নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া সহ ময়মনসিংহ জেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, নান্দাইল উপজেলা দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,মুক্তিযোদ্ধা ও সাংবাদিক বৃন্দ।
আগামী ২১ জুলাই ৭৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে ঘর হস্তান্তর করা হবে।