

ইয়ামিন হোসেন, ভোলা প্রতিনিধিঃ
“টাকার অভাবে সন্তানদের মুখে গোশত দিতে পারলো না বাবা” এই শিরোনামে গণমাধ্যম ও ফেসবুকে লেখা দেখে ২৬ টি অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন ভোলা সদর উপজেলার উত্তরদিঘলদী ইউনিয়নের কৃতি সন্তান সৌদিআরব প্রবাসী আবুল কাশেম।
সোমবার সকালে গ্লোবাল টিভির ভোলা প্রতিনিধি অনিক আহমেদ, দৈনিক দেশবাংলা ও ভোলার বাণীর প্রতিনিধি ইয়ামিন হোসেন এর মাধ্যমে দুস্থ অসহায় পরিবারের মানুষদের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলেন এবং তাদের ঈদ শুভেচ্ছা জানিয়ে গোশত উপহার দিয়েছেন দানশীল এই রেমিট্যান্স যোদ্ধা।
এ সময় আবুল কাশেম মিয়া দুস্থ পরিবারের সদস্যদের সমস্যার কথা শুনে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।
প্রবাসী আবুল কাশেম মিয়ার উপহার পেয়ে আবেগআপ্লুত হয়ে রোশনা নামের এক দুস্থ মহিলা বলেন আমার কোন ছেলে সন্তান নাই, থাকি রাস্তার পাশে ঈদে নতুন কাপড়চোপড় তো নাই এক টুকরা গোশত ও কিনে খাইতে পারিনাই, আমনেগো মাধ্যমে যিনি দান করেছে তাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক এবং তার পরিবার পরিজনকে ভালো রাখুক।
ছোট কুঁড়েঘরে থাকা অসুস্থ মোস্তফা বলেন, এক পোলা আছে কোন খবর নেয়না আমার আর যে বেডা বিদেশ থাকি আমগো জন্য গোশত পাঠাইছে, আল্লাহ যেন তার মনের সকল আশাপূরণ করেন।
মোস্তফা আর রোশনার মতই উপহার পাওয়া প্রতিটি সদস্য মনের আকুতি প্রকাশ আর মনখুলে দোয়া করেছেন রেমিট্যান্স যোদ্ধা ভোলা সদর উপজেলার উত্তরদিঘলদীর কৃতি সন্তান সৌদিআরব প্রবাসী আবুল কাশেম মিয়া ও তার পরিবারের জন্য।
এ সময় উপস্থিত ছিলেন ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য জিহাদ হোসেন, কবির ফরাজী প্রমুখ।