
বড়সড় বিপদের হাত থেকে কয়েকদিন হলো রক্ষা পেয়েছেন সুস্মিতা সেন। দিন কয়েক আগে হার্ট অ্যাটাক হয় তার। তারপর হয়েছে অ্যাঞ্জিয়োপ্লাস্টি, বসেছে স্টেন্ট। বুধবার ফের ডাক্তার দেখাতে হাসপাতালে যান সুস্মিতা। সেই যাত্রায় তারকার সঙ্গী অন্য কেউ নন, ছিলেন প্রাক্তন প্রেমিক রোহমান শল। তবে প্রাক্তনের সঙ্গে থাকা সত্ত্বেও কোনো লুকোচুরি নেই সুস্মিতার শরীরী ভাষায়। হাসপাতালের পথে আলোকচিত্রীদের দেখে হাতও নাড়ালেন অভিনেত্রী।
প্রায় এক সপ্তাহ আগেই ঘটে গিয়েছে দুর্ঘটনা। হার্ট অ্যাটাকের খবর মিলেছে তার দিন দুয়েক পরে। সমাজমাধ্যমে নিজের হৃদরোগ ও অস্ত্রোপচারের খবর নিজেই ভাগ করে নেন প্রাক্তন সুন্দরী। তার দিন দুয়েক পরে নিজের স্বাস্থ্যের খবরাখবরও দেন সুস্মিতা। সমাজমাধ্যমের পাতায় পোস্ট করা একটি ভিডিওয় সুস্মিতা বলেন, আমি বেশ বড়সড় হার্ট অ্যাটাকের হাত থেকে রক্ষা পেয়েছি। মূল ধমনীতে ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। সুস্থ করে তোলার জন্য চিকিৎসকদের কাছে আমি কৃতজ্ঞ। এত বড় বিপদের মুখ থেকে ফিরেছেন। মৃত্যুকে এত কাছ থেকে দেখেছেন তিনি। তবে এই অভিজ্ঞতা ভয় দেখাতে পারেনি।
ইনস্টাগ্রামের ভিডিওতে হাসিমুখে জানান পর্দার ‘আরিয়া’। সঙ্গে অভিনেত্রী এ-ও বলেন, কার্ডিয়োলজিস্ট আমাকে বলেছেন, আমার হৃদয় নাকি সত্যিই বেশ বড়! সেই হৃদয়কে আনন্দে ও সাহসে ভরিয়ে রাখতে চান তিনি। তাই কি অস্ত্রোপচারের পরে চেকআপের জন্য হাসপাতালে যাওয়ার পথে তার সঙ্গী প্রাক্তন প্রেমিক? কৌতূহলী অনুরাগীরা।
রোহমানের সঙ্গে সুস্মিতা সেনের তিন বছরের প্রেমের সম্পর্কের ইতি হয় বছর খানেক আগে। ২০২১ সালের ডিসেম্বর মাসে সমাজমাধ্যমের পাতায় রোহমানের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন সুস্মিতা। তারপরেও অবশ্য একাধিক বার রোহমনের সঙ্গে দেখা গিয়েছে বলিউড অভিনেত্রীকে। ললিত মোদী-সহ একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে তার। তবে আজও সুস্মিতার দুঃসময়ের সঙ্গী সেই রোহমানই।