
আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তীঃ
প্রয়াত হলেন আসামরাজ্যের কাছাড় জেলার সোনাই বিধানসভা আসনের ২বারের বিধায়ক আনোয়ার হোসেন লস্কর ওরফে রানা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। রেখে গিয়েছেন স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন। সোমবার রাত ২টায় হঠাৎ অসুস্থতা বোধ করলে তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু ঘটে প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেনের। মঙ্গলবার বিকাল ৫টায় তাঁর শিলচর মধুরবন্দস্থিত বাড়ির সামনে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
১৯৯৬ ও ২০০১ সালে দুইবার বিধায়ক পদে জয়ী হওয়া ছাড়াও আনোয়ার হোসেন লস্কর ২০০৪ সালে সমাজবাদী পার্টির টিকিটে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সে বার তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবকে চিন্তায় ফেলে দিয়েছিলেন। আনোয়ার হোসেন কথ্য ভাষায় খুব ভালো বক্তৃতা করতেন। সহজেই বক্তৃতার মাধ্যমে ভোটারদের মন জয় করতে সক্ষম হতেন। তাঁর মৃত্যুতে সোনাই, শিলচরসহ কাছাড়জেলা জুড়ে শোকছায়া পরিলক্ষিত হয়। সামাজিক মাধ্যমেও লেখালেখি হচ্ছে খুঁটির জোর ছাড়া রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন রানা বা ছোট রানা বলে পরিচিত আনোয়ার হোসেন লস্কর।