
ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের দুই দিন পর পুকুরে ভাসমান অবস্থায় অন্তরা দে (৩২) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ জুলাই) সকালে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের মুস্তারখীল এলাকা হতে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত অন্তরা ঐ এলাকার যিশু গুপ্তের স্ত্রী, তাদের ঘরে একটি এক বছর বয়সী পুত্র সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে শাশুড়ির সঙ্গে অন্তরার ঝগড়া হয়। এরপর থেকে তার আর খোঁজে পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন ফারুকী বলেন, লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এছাড়া একই দিন সকালে উপজেলার গহিরা-হেঁয়াকো সড়কের মির্জারহাট কোটবাড়িয়া এলাকায় পিকআপ সিএনজির মুখোমুখি সংঘর্ষে শারমিন আকতার নামে এক গৃহবধু প্রাণ নিহত হয়েছে। একই ঘটনায় মোবারক হোসেন (৯) ও চম্পাকলি (১১) নামে আরও দুই শিশু আহত হয়েছে।