
চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন (৩৪) নামের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হন চালক দ্বীন মোহাম্মদ। শুক্রবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে নাজিরহাট নতুন রাস্তা মোড় এলাকার বাস মোটরসাইকেল সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত আরিফ উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো সেলফি রোড় এলাকার মৃত দুলাল মিয়ার পুত্র। বিষয়টি নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানার ওসি আদিল মাহমুদ বলেন, তাদেরকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আরিফ হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসটি আটক করেছি, চালক পলাতক রয়েছে। এখনো পর্যন্ত কোন মামলা হয়নি।