
স্টাফ রিপোর্টার, রাজশাহী :
নিজের ফাঁস হওয়া অডিওটি ‘ক্লোন’ করা বলে দাবি করেছেন রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজা ।
রোববার (১৭ জুলাই) সকালে নিজ কর্মস্থলে ফিরেছেন তিনি এমন কথা জানান। কাজে যোগ দেওয়ার পর সাংবাদিকদের অধ্যক্ষ সেলিম রেজা বলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সংবাদ শনিবার (১৬ জুলাই) সম্মেলনে যে ফোনালাপটি ফাঁস করেছেন- সেটি ক্লোনিং করা হয়েছে। সেটি আমার ভয়েস নয় বলে দাবি করেছেন।
অধ্যক্ষ সেলিম রেজা অভিযোগ করে বলেন, গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান এই ক্লোনিংয়ের সঙ্গে জড়িত। এ নিয়ে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে অধ্যক্ষ সেলিম রেজাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠে।
এরপর থেকে পাল্টা অভিযোগ ও ঘটনা অস্বীকার করার মতো ঘটনা ঘটছে। এরই মধ্যে ঘটনাটি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তবে তারা এখনও প্রতিবেদন দেয়নি।