
আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তীঃ
ভারতের আসামরাজ্যের হাইলাকান্দি জেলার বাউয়ারঘাট ফার্সি টিলা এলাকার সন্নিকটে রেললাইনের পাশে অবস্থিত পরিত্যক্ত স্থান থেকে একটি অপরিচিত অর্ধনগ্ন মহিলার পঁচাগলা মৃতদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা এই অপরিচিত পরিত্যক্ত অবস্থায় অর্ধনগ্ন মহিলার পঁচাগলা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বিরেশ্বর কলিতা পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালের মর্গে প্রেরন করেন। পরিচয়হীন মহিলাটির মৃতদেহ উদ্ধার হওয়ার পর ঘটনাটি হত্যা না আত্মহত্যা না দুর্ঘটনাজনিত মৃত্যু বিষয়টি নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তবে আসল রহস্য জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর।
পুলিশ সূত্রে প্রকাশ, মহিলাটির বয়স আনুমানিক ২০ থেকে ৩০ এর মত হবে। গায়ের রং কালো উচ্চতা পাঁচ ফুটের মতো, শরীরের গঠন মাঝারি পরনে ছিল একটি ফ্রক, মাথার চুল কালো ও ছোট। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।